খবর ডেস্ক
আগস্ট ৩, ২০২১
১০:৪৬ অপরাহ্ণ
অজিদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-২০ জয়

অজিদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-২০ জয়

তিন সংস্করণেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ। সর্বশেষ টি-টোয়েন্টিতে ১৩১ রানের সম্বল নিয়ে অস্ট্রেলিয়াকে ১০৮ রানেই অল-আউট করেছে বাংলাদেশ। এর আগে কখনোই এত কম রানের সম্বল নিয়ে টি-টোয়েন্টিতে জেতেনি বাংলাদেশ।

একই সঙ্গে অজিদের ২৩ রানে হারিয়ে সিরিজে দুর্দান্ত সূচনা করলো বাংলাদেশ।

টাইগারদের দেয়া ১৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১০৮ রান করে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ।
নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩১ রানের ছোট পুঁজি পায় সাকিব-রিয়াদরা।

এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

এর আগে দুই দল এই ফরম্যাটে ৪ বার মুখোমুখি হলেও প্রতিটি ম্যাচ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। সবগুলো ম্যাচেই জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। অর্থাৎ পঞ্চমবারের দেখায় অজিদের হারালো বাংলাদেশ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *