আজকেরখবর ডেক্সঃ
বগুড়ার নন্দীগ্রাম উপজে’লার পল্লীতে বিয়ের প্রলো’ভন দিয়ে ১৭ বছরের এক কি’শোরীকে ধ’র্ষণ করে অন্তঃসত্ত্বা করা হয়েছে। এ ঘটনায় ৮ মাসের অন্ত:সত্ত্বা ওই কি’শোরীর সন্তান (ভ্রুণ) নষ্ট করেছে। উপজে’লার থালতা মাজগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। কি’শোরীকে ধ’র্ষণের অ’ভিযোগে রফিকুল ইস’লাম (৩২) নামের যুবককে গ্রে’ফতার করেছে পু’লিশ। সে দেওতা গ্রামের মৃ’ত নাদিম উদ্দিনের ছে’লে।
জানা গেছে, উপজে’লার দারিয়াপুর গ্রামে ওই কি’শোরীর বাড়ির পাশে একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছিল রফিকুল ইস’লাম। আর এ সুযোগে ওই কি’শোরীর সঙ্গে রফিকুল ইস’লামের প্রে’মের সর্ম্পক গড়ে উঠে। পরে বিয়ের প্রলো’ভন দিয়ে একাধিকবার ওই কি’শোরীকে ধ’র্ষণ করা হয়। একপর্যায়ে কি’শোরী ৮ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর বিয়ের জন্য তাকে বার বার বলার পরও কোনো সাড়া মিলত না। অবশেষে গর্ভের সন্তান (ভ্রুণ) নষ্ট করলে তাকে বিয়ে করবে বলে জানানো হয়। এই কৌশল করে রফিকুল ইস’লাম গত ১৬ জুলাই অন্তঃসত্ত্বা কি’শোরীর ভ্রুণ নষ্ট করে। এই ঘটনাটি জানাযানি হলে কি’শোরী বাদী হয়ে গত রবিবার (১৯ জুলাই) রাতে রফিকুল ইস’লামকে আসামী করে থা’নায় নারী ও শি’শু নি’র্যাতন আইনে মা’মলা করেন। পু’লিশ রাতেই সে মা’মলায় রফিকুল ইস’লামকে গ্রে’প্তার করে।
এ বিষয়ে থা’না অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্ম’দ শওকত কবির বলেন, ধ’র্ষণের ঘটনায় থা’নায় মা’মলা করা হয়েছে। সে মা’মলায় রফিকুল ইস’লামকে গ্রে’প্তার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।