ডিসেম্বর ২৬, ২০২০
৭:৫৭ অপরাহ্ণ

অভিনেতা আব্দুল কাদেরের দাফন সম্পন্ন

খবর ডেক্সঃ- রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে বরেণ্য অভিনেতা আব্দুল কাদেরকে। শনিবার বাদ মাগরিব তার দাফনকাজ সম্পন্ন হয়।

এর আগে বনানী কবরস্থান সংলগ্ন মসজিদে কাদেরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার পরিবারের সদস্যদের সাথে নাট্যঙ্গনের সহকর্মীরাও উপস্থিত ছিলেন।

কাদেরের ছেলে শফিউল আজম গণমাধ্যমকে বলেন, আব্দুল কাদেরের শেষ ইচ্ছা অনুযায়ী তার মায়ের কবরেই তাকে দাফন করা হয়েছে।

বনানী কবরস্থানে নেয়ার আগে বিকেল ৩টায় আব্দুল কাদেরের লাশ রাখা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে। সেখানে আয়োজন করা হয় নাট্য অভিনেতা আব্দুল কাদেরের শ্রদ্ধা অনুষ্ঠান। এতে অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী।

এর আগে মিরপুর ডিওএইচএসের কেন্দ্রীয় মসজিদে কাদেরের প্রথম জানাজা সম্পন্ন হয়।

শনিবার সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এ গুণী অভিনেতার। দীর্ঘ দিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *