খবর ডেস্ক: করোনা ভাইরাস প্রাদুর্ভাব কাটতে না কাটতে বন্যায় দিশেহারা অসহায় কর্মহীন পরিবার। তাদের পাশে দাড়িয়েছে সুরমা ভিউ পরিবার।
শুক্রবার (৩১) জুলাই সিলেটের এয়ারপোর্টের কাকুয়ারপার এলাকায় মোঃ ফারুক আহমদ ফিরুক, মিডল্যান্ড যুবলীগের সভাপতি জুবের আলম খোরশেদ, গ্রেটার সাসেক্স যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল হাসান, যুবদল নেতা আরজান মিয়া,তরুণ সংগঠক শেখ গোলাম রাব্বানীর সহযোগিতায় ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণের সময় নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাঃ আজাদুর রহমান বলেন,করোনা মহামারির মধ্যে বন্যার পানি মানুষকে দিশেহারা করে ফেলেছে। অতীতের যেকোনো দূর্যোগে বিত্তশালী ব্যক্তিরা অসহায়ের পাশে দাড়িয়েছেন।আগামীতেও এসব অসহায় পরিবারের পাশে দাড়ানোর আহবান জানাই।
এসময় উপস্থিত ছিলেন শাহীন চৌধুরী, সুরমা ভিউ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক এমদাদুল হক সোহাগ।