খবর ডেক্সঃ- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় চুরির ঘটনা ঘটেছে। সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় তার বাসায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এসময় বাসায় কেউ ছিলেন না। এছাড়াও নাদেলের বাসার পাশের ফ্ল্যাটেও চুরির ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এসএমপির এয়ারপোর্ট থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
জানা গেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের হাউজিং এস্টেটস্থ ২৮/বি নং বাসাটি খালি থাকার সুযোগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চুরির ঘটনা ঘটেছে। নাদেল স্বপরিবারে ঢাকায় অবস্থান করায় তাৎক্ষনিকভাবে চুরি হওয়া মালামালের পরিমাণ জানা যায় নি।
এদিকে নাদেলের পাশের ফ্লাটের ২য় তলার বাসিন্দা আশিকুর রহমানের ঘরেও চুরির ঘটনা ঘটেছে। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, একদল পুলিশ ঘটনাস্থলে আছে। বিস্তারিত পরে জানানো হবে।