খবর ডেক্সঃ- সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে যুবক রায়হান হত্যার ঘটনায় আরো দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এ নিয়ে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও পাঁচজনকে প্রত্যাহার করা হলো। এছাড়া জেল হাজতে আছেন আরো ৪ পুলিশ সদস্য।
নতুন প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্য হলেন, কোতোয়ালী মডেল থানায় ইন্সপেক্টর (তদন্ত) সৌমেন মৈত্র ও এসআই আব্দুল বাতেন।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের। তিনি বলেন, এসআই আকবর পলায়ন ও তদন্তে গাফিলতির কারণে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, সৌমেন মৈত্রকে রংপুর জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। আব্দুল বাতেন আপাতত এসএমপিতেই আছেন।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে নগরীর নেহারীপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হানকে ধরে নেওয়া হয় বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে। পরদিন ১১ অক্টোবরে তাকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রায়হান মারা যান।