জানুয়ারি ১২, ২০২১
১০:৪৭ পূর্বাহ্ণ

আগুন পোহাতে গিয়ে লরিচাপায় নিহত ২

খবর ডেক্সঃ- নেত্রকোনায় সড়কের পাশে আগুন পোহাতে গিয়ে লরিচাপায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নেত্রকোনা-মদন সড়কের বালিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোনা সদরের শিপ্রসাদপুর গ্রামের মোস্তফার ছেলে সেলিম মিয়া (৩০) ও বালি গ্রামের মোকছেদ মিয়ার ছেলে এমদাদ মিয়া (৩৫)।

নেত্রকোনা মডেল থানায় ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে নেত্রকোনা-মদন সড়কের বালিবাজার এলাকায় সড়কের পাশে আগুন পোহাতে গিয়ে লরিচাপায় দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হয়েছেন তিনজন।

গুরুতর আহত গোলাম মোস্তফাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *