মাসুম বিল্লাহ, বরগুনা প্রতিনিধিঃ বরগুনা আমতলী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও বাসুগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ কালু মিয়া (৫৫) বৃহস্পতিবার রাত ১২ টা ১৫ মিঃ লিভার সিরোসিস জনিত কারণে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন।
দুই বার নির্বাচিত সফল কাউন্সিলরের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে নয়টায় গরুর বাজার বালুর মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুতে আমতেলী উপজেলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর সহ এলাকার সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।