খবর ডেস্ক
আগস্ট ৩১, ২০২১
৩:১৮ অপরাহ্ণ
আমরা শান্তি, সমৃদ্ধি এবং সত্যিকারের ইসলামিক শাসন চাই

আমরা শান্তি, সমৃদ্ধি এবং সত্যিকারের ইসলামিক শাসন চাই

আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ ২০ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটলো। রাতে মার্কিন বাহিনী চলে যাওয়ার পরই কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। খবর প্রকাশ করেছে বিবিসি।

আজ মঙ্গলবার সকালে সেখানে পৌঁছেছেন তালেবান নেতারা। তারা বিমানবন্দরের রানওয়েতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘আফগানিস্তানকে অভিনন্দন। এই বিজয় আমাদের সবার।’

‘পুরো বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা ভালো সম্পর্ক চাই। আমরা তাদের সঙ্গে সুন্দর কূটনৈতিক সম্পর্ককে স্বাগত জানাই।’ যোগ করেন তিনি।

তালেবানের ওয়েবসাইট পরিচালনাকারী তারিক গজনিওয়াল টুইটে একটি ভিডিও পোস্ট করেছেন। সেটিতে দেখা যায় স্বাধীনতা অর্জনের জন্য বিমানবন্দরে অবস্থানরত তালেবান যোদ্ধাদের অভিনন্দন জানাচ্ছেন জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, ‘আমরা তোমাদের আত্মত্যাগে গর্বিত। আপনাদের এবং আমাদের নেতাদের কষ্টের কারণেই এটা সম্ভব হয়েছে। সততা এবং ধৈর্যের কারণেই আজ আমরা স্বাধীন।

সুতরাং, আমি আপনাদের এবং আফগান জাতিকে অভিনন্দন জানাই। আমাদের দেশ যেন আর না ভেঙে সেটাই চাওয়া। আমরা শান্তি, সমৃদ্ধি এবং সত্যিকারের ইসলামিক শাসন চাই।’

এ সময় তালেবান যোদ্ধাদের আফগান জনগণের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি অনুরোধ করবো, আপনার লোকদের (আফগান জনগণ) সঙ্গে কীভাবে আচরণ করবেন, সে বিষয়ে সতর্ক থাকুন। এই জাতি অনেক কিছু হারিয়েছে। আফগান জনগণ ভালোবাসা এবং সহানুভূতির সহিত ব্যবহার পাবার অধিকার রাখে। সুতরাং, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। আমরা তাদের কর্মচারী।’

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *