জুলাই ১৪, ২০২০
১২:৪৩ পূর্বাহ্ণ

আর্চবিশপ মোজেস এম কস্তা এর মৃত্যুতে শিক্ষা উপ-মন্ত্রী’র শোক প্রকাশ

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি: খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মগুরু চট্টগ্রামের আর্চবিশপ মোজেস এম কস্তা এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শোকবার্তায় শিক্ষা উপ-মন্ত্রী বলেন, আর্চবিশপ মোজেস এম কস্তা খ্রিস্টান ধর্মীয় ব্যক্তিত্ব হলেও তিনি চট্টগ্রামের সব ধর্মের, সব শ্রেণীপেশার মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।

বড়দিনসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন উৎসবে পাথরঘাটা গির্জায় সকল ধর্মের মানুষ এবং বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকদের সম্মিলনের আয়োজন করতেন তিনি। চট্টগ্রাম অঞ্চলে শিক্ষা, চিকিৎসাসহ সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও নিজেকে জড়িত রেখেছিলেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামবাসী একজন সর্বজন স্বীকৃত সমাজ সেবক হারালো।শিক্ষা উপ-মন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর ভক্ত বৃন্দের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *