আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী নবীগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ দিলু তালুকদার।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, নবীগঞ্জ পৌরসভার দ্বিতীয়বার নবনির্বাচিত মেয়র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সাথে নবীগঞ্জ পৌরসভার ভোটারদেরও অভিনন্দন জানান।
তিনি আরো ধন্যবাদ জানানিয়েছেন নির্বাচন কমিশন, উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য। ধন্যবাদ জানানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের যারা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আরো বলেন, আমি বিশ্বাস করি নতুন প্রজন্মের ধারক আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর হাত ধরেই নবীগঞ্জ পৌরসভা দূর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত, জনগণের কল্যাণমুখী এবং সুন্দর দৃষ্টিনন্দন পৌরসভা হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ।