জুলাই ৬, ২০২০
৮:০৮ অপরাহ্ণ

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে মঙ্গলবার মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

খবর ডেস্ক: প্রায় চার মাস পুরোপুরি বন্ধ থাকার পর অবশেষে মাঠে ফিরতে চলেছে ক্রিকেট। আগামীকাল সাউদাম্পটনে বাংলাদেশ সময় বিকাল চারটায় টস করতে নামবেন ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক বেন স্টোকস এবং ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।

এর মধ্য দিয়ে করোনাভাইরাস পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে মাঠে ফিরতে চলেছে ক্রিকেট। সম্পূর্ণ দর্শকহীন গ্যালারিতে, বায়ো-সিকিউর পরিবেশে মাঠে গড়াবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া ক্রীড়াঙ্গনের মধ্যে সবার আগে মাঠে ফিরেছিল ইউরোপের ফুটবল। জার্মান বুন্দেশলিগার পর স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ইতালিয়ান সিরি-আ, সবই ফিরেছে মাঠে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *