খবর ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ইন্টারন্যাশনাল হিউম্যানরাটস্ এন্টিক্রাফশন ক্রাইম ইনভেস্টিগেশন সোসাইটি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আত্মপ্রকাশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা হল রুমে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ মির্জা আজম সর্বসম্মতিক্রমে সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদাল হোসেনের নাম ঘোষণা করেন।
২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যন্যারা হলেন, শরীফ উদ্দিন সহ-সভাপতি, মইন উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক, সুফিয়ান আহমদ সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক সুজন আহমদ, কোষাধ্যক্ষ ফয়জুল হক,সহ কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, এনামুল হক প্রচার সম্পাদক, আব্দুল হাই গাজী সহ-প্রচার সম্পাদক,হুসেন আহমদ ক্রীড়া সম্পাদক, জালাল আহমদ সহ ক্রীড়া সম্পাদক, আছকন্দর আলী ত্রাণ বিষয়ক সম্পাদক, সোহেল আহমদ দপ্তর সম্পাদক, সাচ্চা মিয়া সহ দপ্তর সম্পাদক,সদস্য দুলাল আহমদ।
এর আগে দূর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত সংগঠনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদাল হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইন্টারন্যাশনাল হিউম্যানরাটস্ এন্টিক্রাফশন ক্রাইম ইনভেস্টিগেশন সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ মির্জা আজম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া,এডভোকেট আমজদ হোসেন, মনির হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার বিষয়ক সম্পাদক আকবর রেদওয়ান মনা, সদস্য ফারুক আহমদ প্রমুখ।