জুলাই ১০, ২০২০
৯:৫৭ অপরাহ্ণ

ইফজাল হত্যার প্রতিবাদে কানাইঘাটে প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের মানববন্ধন

খবর ডেস্ক: সিলেট এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী, টিউশন সেবা ফ্রি স্কুলের শিক্ষক, কোরআনে হাফিজ ইফজাল আহমদ হত্যার সুষ্ঠু তদন্ত ও খুনিদের বিচারের দাবিতে শুক্রবার (১০ জুলাই) বিকেলে কানাইঘাট উপজেলার বুরহান উদ্দিন বাজারে প্রভাতি সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যােগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মাস্টার অামিনুল ইসলামের সভাপতিত্বে ও অাল ইসলাহ সেবা সংঘের সেক্রেটারী ইব্রাহীম অালী ও প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের সেক্রেটারী জুনেদ অাহমদের যৌথ
সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাব্বাস উদ্দিন, গাছবাড়ী নাগরিক কমিটির যুগ্ম অাহ্বায়ক মিসবাহ উদ্দিন, বুরহান উদ্দিন বাজার কমিটির সভাপতি ডা: হাবিবুর রহমান,সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, কানাইঘাট প্রবাসী কল্যাণ পরিষদ সৌদি অারব শাখার যুগ্ম অাহ্বায়ক মাওলানা ফারুক অাহমদ, প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের সম্মানিত সদস্য মাওলানা শামীম অাহমদ,অাল ইসলাহ সেবা সংঘের সম্মানিত সদস্য হাফিজ মাহমুদ, সিলেট এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান সোসাইটির সাধারণ সম্পাদক শেখ পলাশ অাহমদ, অাদর্শ তরুণ সংঘের সভাপতি মোনতাসির অাহমদ, কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারী জাহাঙ্গীর অালম, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন সংস্থার সেক্রেটারী মীম সালমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী লুৎফুর রহমান, অাইডিয়্যাল ভিলেজ বিল্ডার্স সদস্য এম এ বশর, ৭ নং দক্ষিণ বাণীগ্রাম অনলাইন ফোরাম সদস্য এমাদ উদ্দিন বায়তুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্পূর্ণ সুস্থ ও তরতাজা মেধাবী যুবক হাফিজ ইফজালকে কে বা কারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। ইফজাল হত্যার ১৫ দিন পেরিয়ে গেলেও ঘটনার কোন কূল কিনারা হয়নি। অাগামী এক সপ্তাহের মধ্যে ময়না তদন্ত রিপোর্টসহ হত্যার রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের অাইনের অাওতায় নিয়ে অাসার অাহ্বান জানান। বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ইফজাল হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না জনতা। প্রয়োজনে কঠোর থেকর কঠোরতর অান্দোলন করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাকিম রাব্বানী চৌধুরী, ব্যাংক এশিয়া বুরহান উদ্দিন বাজার অাউটলেট শাখার ম্যানেজার এমাদুর রহমান, গাছবাড়ী যুব সমাজের অাহ্বায়ক বুরহান উদ্দিন, সাংবাদিক জয়নাল অাজাদ, গাছবাড়ী টিভির সম্পাদক জাহিদ হোসাইন রাহিন, সাংবাদিক মামুন রশীদ,গাছবাড়ী যুব সমাজের মুখপাত্র শাবিপ্রবির মেধাবী শিক্ষার্থী মহি উদ্দিন জাবের, রাজাগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক ফোরামের সেক্রেটারী শাহজাহান শাহেদ, ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম মসরুর, ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সেলিম অাহমদ প্রমুখ।
হাফিজ ইফজালের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন ইফজালের চাচাতো ভাই ব্যাংক কর্মকর্তা গিয়াস উদ্দিন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *