মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা সহ দেশ বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
এক শুভেচ্ছা বার্তায়, সভাপতি ও সম্পাদক বলেন, ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। কুরবানির পশুর সাথে মনের পশুর কুরবানিতে ঈদের খুশি আপনাদের সবার জীবনে মহান আল্লাহ তায়ালা পূণর্তা দান করুন এই কমানা করি। ঈদ বয়ে আনুক আপনাদের সবার জীবনে অনাবিল আনন্দ। মুছে যাক সকলের দুঃখ ব্যথা৷ সবার জীবন ভরে উঠুক নির্মল আনন্দে।
পবিত্র ঈদ ধনী-গরিব ভুলে এক কাতারে শামিল করে দেয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ ও অহঙ্কারসহ সকল পাপাচার মুছে দিয়ে নতুনভাবে জীবন শুরু করার তাগিদ এনে দেয়। বছরের প্রতিটি দিনই যেন হয় ঈদের দিনের মত আনন্দময়। সবার জীবনে ঈদ নিয়ে আসুক সমৃদ্ধি, ভালোবাসা ও প্রেম। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা সহ ঈদ মোবারক।