আজকের খবর: কোম্পানীগঞ্জ উপজেলাবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আয্হার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামিলীগ কোম্পানীগঞ্জ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও কাঁঠালবাড়ী চৌমুহনী আলীম মাদ্রাসার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, “কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল আয্হা আনন্দের একটি দিন। এ ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল আয্হা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে”।
পরিশেষে ঈদুল আয্হা উপলক্ষ্যে দেশবাসী সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।