কোম্পানীগঞ্জ উপজেলাবাসীসহ দেশের সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল আয্হার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ যুবলীগ কোম্পানীগঞ্জ উপজেলার আহ্বায়ক হাজী মোঃ আলাউদ্দিন।
শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, “কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল আয্হা আনন্দের একটি দিন। এ ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল আয্হা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে। পরিশেষে ঈদুল আয্হা উপলক্ষে দেশবাসী সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।