৬ষ্ঠ ধাপে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে ২১৮ টি ইউনিয়নের ভোটগ্রহণ চলছে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল আটটা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। ইভিএমের মাধ্যমে ভোট হওয়ায় অনেক ক্ষেত্রেই আঙুলের ছাপ না মেলার অভিযোগ পাওয়া গেছে। ভোটকেন্দ্রে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য পুলিশ-বিজিবি ও আনসার সদস্যদের তৎপরতা লক্ষ করা গেছে।