আগস্ট ১৫, ২০২০
৯:৩২ অপরাহ্ণ

উৎসর্গ রক্তদান সংস্থা’র শোক দিবস ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

খবর ডেস্কঃ- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের সকল শহীদের ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের অরাজনৈতিক সামাজিক সংগঠন উৎসর্গ রক্তদান সংস্থা’র উদ্যোগে আজ বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (১৫ই আগস্ট) সকাল ৮ ঘটিকায় মাঝেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরে বৃক্ষরোপণ করা হয় মাঝেরগাঁও স্কুল ও মায়ার বাজার মাদ্রাসায়।

বৃক্ষরোপণের পর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তামান্না নাজমুল হেনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিফাতের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রণিখাই ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মাস্টার ফয়জুর রহমান।

এতে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সদস্য কৃষ্ণ মাস্টার, ইউনিয়ন যুবলীগের সভাপতি কুদ্দুস মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।

এতে আরো উপস্থিত ছিলেন উৎসর্গ রক্তদান সংস্থার সহসভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ কাউসার, সাংগঠনিক সম্পাদক বিনদ দাস, সহসাংগঠনিক সম্পাদক লাহিন আহমদ, কোষাধ্যক্ষ বদরুল আমিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *