খবর ডেস্ক
আগস্ট ৩১, ২০২১
২:৫৫ অপরাহ্ণ
এইচএসসিতে ফরম পূরণের সময় আবারও বাড়ল

এইচএসসিতে ফরম পূরণের সময় আবারও বাড়ল

এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময় আবারও বাড়ানো হয়েছে। এ নিয়ে ঢাকা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত আলাদা নোটিশ জারি করেছে।

ঢাকা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ড বলছে, এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় ৩১ আগস্ট পর্যন্ত ও শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। কোনো কলেজ এ সময় শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও জানিয়েছে বোর্ডগুলো।

গত ১২ আগস্ট থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। ২৫ আগস্ট পর্যন্ত এসব পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেয়া হলেও সে সময় পরে বাড়ানো হয়।

শিক্ষা বোর্ড বলেছে, স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসেই অনলাইনে পরীক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে কলেজগুলোকে। আর সোনালী ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ফরম পূরণের ফি জমা দিতে হবে শিক্ষার্থীদের।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *