সেপ্টেম্বর ৮, ২০২০
১১:১৪ অপরাহ্ণ

একজন দায়িত্ববান পুলিশ অফিসার এএসআই আমীর খসরু তালুকদার

সিলেটের কোম্পানীগঞ্জ থানায় গত বছরের যোগদানের পর থেকেই নিজের উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথ ভাবে পালন করেন যাচ্ছেন এএসআই আমীর খসরু তালুকদার। যার ফলে উপজেলার শাহ আরফিন টিলায় তাঁর নামে একটি প্রবাদ রচনা হয়ে গেছে যে “খসরু দারোগার ডিউটি থাকলে অবৈধ পাথর পরিবহনকারীরা ঘুমাতে জান”। অর্থাৎ এএসআই আমির খসরু তালুকদার ডিউটিতে থাকলে অবৈধ পাথর পরিবহনকারীরা কোন ভাবেই গাড়ি দিয়ে পাথর পরিবহন করতে পারেন না।

সম্প্রতি গত দুইদিন আগে রাত সাড়ে ৯টায় শাহ আরফিন বাজার দিয়ে হঠাৎ করে কয়েকটি পাথরবাহী ট্রাক্টর উচ্চগতিতে পালানোর সময় পথরোধ করে দাড়ান এএসআই আমীর খসরু তালুকদার। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে ড্রাইভাররা পালিয়ে যায়।

এ সময় এএসআই আমীর খসরু তালুকদার বলেন, পাথর চুরেরা সুযোগের অপেক্ষায় থাকে। আমি হোটেলে পানি খেতে গেলে দেখি কয়েকজন ড্রাইভার পাথর লোড করা কয়েকটি গাড়ি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করছে। পরবর্তিতে তাদের ধাওয়া করলে ড্রাইভাররা পালিয়ে যায় এবং ফেলে যাওয়া ট্রাক্টরের তেলের ট্যাংকিতে বালু ডুকিয়ে গাড়িটি অচল করে রাখি।

ক্ষতিগ্রস্ত গাড়ির এক ড্রাইভার বলেন, পুলিশী তৎপরতা বৃদ্ধি পাওয়া এখন আর গাড়ি চালানো সম্ভব হয় না। এবং এএসআই আমীর খসরুর ভয়ে তিনি আর ওই এলাকায় পাথর আনতে যান না বলেও জানান।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *