খবর ডেস্কঃ- ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের কক্ষ থেকে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় শাহ্ পরান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে সাইফুর রহমানের বিরুদ্ধে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম।
করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পরও সাইফুরসহ অভিযুক্তরা কিভাবে ছাত্রবাসে অবস্থান করছিলো এমন প্রশ্নের জবাবে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমেদ বলেন, প্যান্ডামিকের কারনে লোকসংকট থাকায় এমনটি হয়েছে । সাইফুর হোস্টেল সুপারের রুম দখল করে থাকতো বলে জানান অধ্যক্ষ সালেহ আহমদ।