জানুয়ারি ৩, ২০২১
৭:৪৮ অপরাহ্ণ

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: ছাত্রলীগ ক্যাডারদের বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ জানুয়ারি

খবর ডেক্সঃ- সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের মামলার চার্জ গঠনের শুনানীর জন্য আগামী ১০ জানুয়ারি ধার্য্য করা হয়েছে। পুলিশের দেয়া অভিযোগপত্রের উপর বাদিপক্ষের নারাজি না থাকলে নির্ধারিত তারিখেই ওই মামলার বিচারকার্য শুরু হওয়ার কথা।

এছাড়া মামলার আসামী শাহ মাহবুবুর রহমান রনি জামিনের প্রার্থনা করলে বিচারক জামিন নামঞ্জুর করেন। ওই সকল আসামী ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
রবিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে বিচারক মোহিতুল হক মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ ও জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালতের পিপি রাশেদা সাইদা খানম জানান, অভিযোগপত্রের উপর মামলার বাদি পক্ষের কোন নারাজি না থাকলে ১০ জানুয়ারি ওই মামলার বিচারকাজ (চার্জ গঠন) শুরু হবে। এছাড়া তিনি জানান, মামলার অন্যতম আসামী শাহ মাহবুবুর রহমান রনি জামিনের জন্য আদালতে আবেদন করেন। শুনানী শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

প্রসঙ্গত, গেল ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন ক্যাডার। এ ঘটনায় নির্যাতিতার স্বামীর মামলার প্রেক্ষিতে ৮ জনকে অভিযুক্ত করে ৩ ডিসেম্বর অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। গতকাল রবিবার অভিযোগপত্রের উপর শুনানি করে ১০ জানুয়ারি চার্জগঠনের তারিখ ধার্য্য করেন আদালত।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *