খবর ডেস্কঃ- গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের মিশিগান সেচ্ছাসেবক দলের সভাপতি -আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক -আবুল কাশেম মুর্শেদ বলেন, পূণ্যভূমি সিলেটের পবিত্র মাটিতে গণধর্ষণের মত একটি ঘটনা অত্যান্ত ন্যাক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সিলেটের শতউর্ধ্ব বছরের ঐতিহ্যবাহী ক্যাম্পাস সিলেট এম.সি কলেজের মর্যাদা ভুলন্ঠিত করেছে ছাত্রলীগ । ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগ সন্ত্রাসীরা একের পর এক ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে সিলেটের পবিত্র মাটিকে অপবিত্র করেছে । ধর্ষণ, হত্যা,চাঁদাবাজি করেও তারা দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে ।
এর আগেও এম,সি কলেজের শত বৎসরের ঐতিহ্যবাহী ছাত্রাবাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল ছাত্রলীগ ক্যাডাররা । এই ক্যাম্পাসেই ছাত্রলীগের চাপাতি বদরুলের নৃশংসতার স্বীকার হয় সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার।
কিন্তু একটি ঘটনার সুষ্ঠ বিচার আমরা দেখতে পাইনি।বিচারহীনতার সংস্কৃতি আজ তাদেরকে আরো বেপরোয়া করে তুলেছে। যার ফলে হত্যা,ধর্ষণ,নির্যাতন,চাদাবাজি আর গণ নির্যাতন আজ এই সংগঠনটির নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাড়িয়েছে।
তাই অনতিবিলম্বে এই নারী ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।