খবর ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন মুখপাত্র হলেন অতিরিক্ত উপ-কমিশনার বি.এম আশরাফ উল্যাহ তাহের। বুধবার অনুষ্ঠানিকভাবে তিনি মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিসের দায়িত্ব গ্রহণ করেন। এরআগে তিনি গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালন করেন।
বি.এম আশরাফ উল্যাহ তাহেরের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপি.এস (ডিগ্রী) অর্জন করেন। এরপর ২০০৮ সালে ২৭তম বিসিএস ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
আশরাফ উল্যাহ তাহের সিলেট মেট্রোপলিটন পুলিশে যোগদানের পূর্বে সহকারী পুলিশ সুপার হিসেবে ৬ষ্ঠ এপিবিএন, হাইওয়ে পুলিশ রেঞ্জ, ঢাকা, সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে শিল্পাঞ্চল পুলিশ, ঢাকা, ইউএন মিশন-হাইতি, ধর্মপাশা সার্কেল, সুনামগঞ্জ এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পাথরঘাটা সার্কেল, বরগুনায় দায়িত্ব পালন করেছেন।