সিলেটের এয়ারপোর্ট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা জানিয়েছে খাদিম নগর ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
১২ জানুয়ারি সন্ধ্যা ৮ টায় এসএমপি’র এয়ারপোর্ট থানায় ওসির কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিষদের নেতৃবৃন্দ। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির ছাত্রদের এসময় কৃতজ্ঞতা প্রকাশ করে কর্মক্ষেত্রে পুলিশি সেবায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন,খাদিম নগর ছাত্র ঐক্য পরিষদের উপদেষ্টা এইচ এম মালিক ইমন, খাদিম নগর ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মোস্তফা হোসেন সম্রাট, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, সহ-সভাপতি কবি খালেদ সৌরভ, কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সালমান আল-হারুন, সহ-সাংগঠনিক রাসেল আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কালাম, হুসাইন, নজরুল ইসলাম, ছাত্রনেতা কাবেল আহমদ, বাপ্পি প্রমুখ।