চট্টগ্রাম জেলা প্রতিনিধি:- চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড়ে ওয়াসার পাইপলাইন ফেটে পানিতে তলিয়ে গেছে এলাকা। এতে চলাচলের রাস্তার কিছু অংশ ভেঙে গেছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বহদ্দারহাটের কাঁচাবাজারের সামনে এ অবস্থার সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল থেকে ভালো ছিল রাস্তাটি। হঠাৎ করে দুপুরের দিকে ওয়াসার পানির লাইন থেকে তীব্র বেগে পানি বের হতে শুরু করে। এতে পুরো এলাকা পানিতে ভেসে যায়।পানির তীব্র স্রোতের কারণে রাস্তার একপাশে ভেঙে গেছে। অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।এ ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, নতুন পাইপলাইনে পানির চাপ পরীক্ষার কাজ চলছিল। ‘প্রেশার টেস্ট’ শেষে আবার সবকিছু ঠিকঠাক করে দেওয়া হবে।এ কাজ করতে গিয়ে জনসাধারণের সাময়িক অসুবিধা হচ্ছে বলেও স্বীকার করেন তিনি।
নভেম্বর ৫, ২০২০
৫:২৮ অপরাহ্ণ