ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ৩১ জানুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এতদিন ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিয়ে অভ্যস্ত ইউনিয়নের সাধারণ ভোটার যাতে ইভিএম এর মাধ্যমেও সহজে ভোট দিতে পারে সে লক্ষে ২৯ জানুয়ারি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে ইভিএম এর মক ভোটিং ক্যাম্পেইন করেছে উপজেলা নির্বাচন অফিস। এতে সাধারণ ভোটারদের ব্যাপক আগ্রহ সহকারে অংশগ্রহণ করতে দেখা গেছে। ভোট দেওয়ায় অংশগ্রহণ করার চেয়ে ইভিএম মেশিন দেখতেই বেশি আগ্রহ ছিল ভোটারদের। এত দিন শুনে আসা কঠিন ইভিএম মেশিনে মাত্র ২ মিনিটে খুব সহজে ভোট দিতে পারায় অনেকটাই নিশ্চিত ভোটাররা।
ইউনিয়নের জালিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসারদের সমন্বয়ে গঠিত টিম সাধারণ ভোটারদের হাতে কলমে ইভিএমের মাধ্যমে ভোট দেয়ার প্রশিক্ষণ দিচ্ছেন।
মক ভোটিংয়ে অংশগ্রহণ করে কৃষক আব্দুল লতিফ, দিনমজুর ইব্রাহিম আলী জানান, এতদিন শুনতাম মেশিনে ভোট দিতে অনেক সময় লাগে, অনেক ঝামেলা। কিন্তু মাত্র ২ মিনিটেই ভোট দিয়ে দিলাম। ইভিএমে ভোট দেওয়া অনেক সহজ এবং ভোট বাতিল হওয়ার চান্স থাকেনা।
রিটার্নিং কর্মকর্তা এহছানুল কবির ফেরদৌস বলেন, ভোটারদের হাতে কলমে ইভিএমের মাধ্যমে ভোট দেওয়া প্রশিক্ষণ দিতে আমাদের এই উদ্যোগ। স্বতঃস্ফূর্তভাবে সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেছেন। তারা একে অপরের সাথে শেয়ার করলে ভোটের দিন সহজে ভোট দিতে পারবেন ভোটাররা।