খবর ডেকাঃ- সিলেটের সুপরিচিত ও সবার প্রিয় কবি, ছড়াকার ও সাবেক শিক্ষক নেতা আব্দুল বাসিত মোহাম্মদ আজ বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে সিলেট এম,এ,জি, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা’জিউন।
গত সোমবার সন্ধ্যায় নগরীর জনবহুল আম্বরখানাস্থ হুরায়রা ম্যানশনের সামনে নিরাপত্তা বেষ্টনী ব্যতিরেকে সিলেট সিটি করপোরেশন কর্তৃক নির্মাণাধীন ড্রেনে পড়ে মারাত্মক আহত হন তিনি। সংকটাপন্ন অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত তিন দিন ওসমানী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় আজ ভোরে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
আজ বাদ আছর নগরীর চৌকিদেখি জামে মসজিদে মরহুম কবি আব্দুল বাসিত মোহাম্মদের জানাযার নামায অনুষ্ঠিত হবে।
সজ্জন, সদা হাস্যজ্জ্বোল, বন্ধুবৎসল ও সবার প্রিয় কবি-ছড়াকার আব্দুল বাসিত মোহাম্মদ-এর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোক বার্তায় পরম করুণাময় রাহমানুর রাহিম মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। সেইসাথে তাঁর শোক বিহ্বল পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মহান স্রষ্টা সকলের প্রিয়জন কবি আব্দুল বাসিত মোহাম্মদকে জান্নাতুল ফিরদৌসের স্থায়ী বাসিন্দা হিসেবে ক্ববুল করুন।
ডিসেম্বর ১০, ২০২০
১:৫৩ অপরাহ্ণ