খবর ডেস্কঃ- বিশ্বব্যাপী মহামারি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের সিনিয়র সাংবাদিক, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…. রাজিউন)।
রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট সিএইমএইচ-এ তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি বাংলাদেশ টেলিভিশনের সিলেট জেলা প্রতিনিধি হিসাবেও দায়িত্ব পালন করেন। এছাড়া, নবগঠিত সিলেট উন্নয়ন পরিষদেরও সভাপতি ছিলেন তিনি।
উল্লেখ্য, আজিজ আহমদ সেলিম সিলেট প্রেসক্লাবে দুই বারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।