করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব এখন নাজেহাল। বাংলাদেশে নভেল করোনা মোকাবিলায় জনগণের কল্যাণে মাঠে কাজ করায় স্মরণীয় অবদানের জন্য বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ‘বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম’ থেকে স্বর্ণপদক সম্মাননা দেওয়া হয়।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উদ্দিন করোনাকালীন সময়ে জনগণের কল্যাণে স্মরণীয় অবদান রাখায় যোগ্য সমাজসেবক হিসেবে ‘স্বর্ণ পদক’- এ ভূষিত হন।
‘বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম’-এর সভাপতি এস. এ. এম. জাকারিয়া আলম ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন ভূইয়া (রিপন) এ ঘোষণা দেন। করোনা ভাইরাসের কারণে আনুষ্ঠানিক ভাবে পুরষ্কৃত করা যায়নি বিধায় পুরষ্কার পাঠিয়ে দেয়া হয়।
চেয়ারম্যান ফরিদ উদ্দিন টানা ৩ মেয়াদে ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে কাজ করে যাচ্ছেন।