এইচ এম রাকিবুল ইসলাম হৃদয়,
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় উজ্জল কাজী (৩৫) নামের এক যুবককে ৪৬ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। পায়রা বন্দর এলাকা থেকে সোমবার সকাল ৭টার দিকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে র্যাব বাদী হয়ে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। জব্দ করা ইয়াবাসহ গ্রেফতার আসামিকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতার উজ্জল পেশায় একজন মোটরসাইলেক চালক হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা। সে দীর্ঘ দিন ধরে ইয়াবার ব্যবসার সাথে জড়িত। উজ্জল কলাপাড়ার বাদুরতলি এলাকার শাহজাহান কাজীর ছেলে।
অক্টোবর ১৯, ২০২০
১১:৫১ অপরাহ্ণ