অক্টোবর ২৩, ২০২০
৩:৪০ পূর্বাহ্ণ

কলাপাড়া উকূলে ভারী বর্ষন

এইচ এম রাকিবুল ইসলাম হৃদয়,
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন স্থানে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে গতকাল রাত থেকে খুলনা ও বরিশাাল বিভাগের উপকূলবর্তী স্থানগুলোতে একটানা মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণ শুরু হয়েছে। যা এখনো চলমান আছে। এছাড়া কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে মাঝারী থেকে ভারী বৃষ্টি শুরু হতে যাচ্ছে।

আজ থেকে দেশের প্রায় সর্বোত্র কমবেশি বৃষ্টিপাত শুরু হতে পর্যায়ক্রমে। যার ফলে চলমান দাবদাহ থেকে মুক্তি মিলবে । বৃষ্টির সাথে ঝড়ো বাতাস থাকবে উপকূলীয় এলাকাগুলোতে। যার ফলে সকল সমুদ্রবন্দরে ৩ নং স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সুস্পষ্ট লঘুচাপটি পরবর্তী নিম্নচাপ/গভীর নিম্নচাপে পরিণত হয়ে আগামিকাল নাগাত ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা ও তৎসংলগ্ন বাংলাদেশের সুন্দরবন উপকূল দিয়ে দেশে প্রবেশ করতে পারে। যার ফলে ওই সময় বৃষ্টি ও ঝড়ো বাতাসের পরিমাণ আরো বাড়তে পারে। তবে ঘূর্ণিঝড় সৃষ্টির বিষয়টি এখনো অনিশ্চিত

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *