নিজস্ব প্রতিবেদক
মার্চ ৬, ২০২৩
৯:০৩ অপরাহ্ণ
কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসয় সরকারি ও বেসরকারি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার (৬ মার্চ) বেলা ১২টায় স্কুলের হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।

স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য আরাফাত আলী মেম্বারের সভাপতিত্বে ও সাংবাদিক মঈন উদ্দিন মিলনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও কলাবাড়ী স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক নিপেন্দ্রনাথ বর্মণ, কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল উদ্দিন, কলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

আরো উপস্থিত ছিলেন কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও সেচ্ছা সেবক লীগ নেতা শাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আলী হোসেন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা, কার্যকরি সদস্য লবীব আহমদ, উপজেলা পরিষদের সিএ ফাইজুর রহমান, ব্যবসায়ী কিশোর রঞ্জন দে, জৈন উদ্দিন, কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক এমরান আলী, তৈমুর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মফিজুল ইসলাম, নাজিরের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দিন, ব্যবসায়ী মোস্তফা আহমদ কাচা, কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক জগদীশ পুরকায়স্থ, আব্দুল হক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল বাছির। পরে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *