জুলাই ১১, ২০২০
৩:৩৬ অপরাহ্ণ

কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় অন্তঃস্বত্তা গৃহবধূর সন্তান নষ্টের অভিযোগ

মোঃ রায়হান আহমেদ ফারহান,লালমনিরহাট সংবাদদাতাঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শৈলমারী গ্রামে জমি সংক্রান্ত পূর্বশত্রুতা ও বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ মাসের অন্তঃস্বত্তা এক গৃহবধু রয়েছে। এ ঘটনায় নুরল হক বাদী হয়ে মোজাম্মেলসহ ২৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০/১৫ আসামী করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার শৈলমারী মৌজার নুরল হক তার পৈত্রিক সুত্রে প্রাপ্ত ১ একর ৭ শতক জমি দীর্ঘদিন হইতে ভোগ দখল করিয়া আসিতেছে। ভোগ দখল করা অবস্থায় একই গ্রামের মৃত শাহার আলীর ছেলে মোজাম্মেল হকসহ ২৩ জনসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন ৭ জুলাই নুরল হকের ভোগ দখলীয় জমিতে লাঠি সোটা, বল্লম, লোহার রড, ছোড়া ইত্যাদি অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া বে আইনি জনতায় দলবদ্ধ ভাবে অনাধিকার প্রবেশ করিয়া আমন ধানের বীজ ক্ষেতে ট্রাক্টর দিয়ে হালচাষ করিয়া ২৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। তাহা দেখিয়া নুরল হক আগাইয়া গেলে তার উপর চড়াও হয়ে এলোপাতারী মারপিট করিয়া ছিলা,ফুলা জখম করে। এসময় তার বাবা আলহাজ্ব ইউছুব আলী, মা নুরজাহান, ছোট ভাই নুর আলম ও ছোট ভাইয়ের বউ ৫ মাসের অন্তঃস্বত্তা আরজিনা বেগমকে বেধরক মারপিট করে। এসময় আরজিনার কানে থাকা ৬ আনা ওজনের স্বর্নের দুল জোর পূর্বক ছিনিয়ে নিয়ে মোজাম্মেল হক বাঁশের লাঠি দিয়ে ৫ মাসের অন্তঃস্বত্তা আরজিনা বেগমের তলপেটে আঘাত করে। আঘাত তলপেটে লাগায় রক্তক্ষরণ শুরু হয় আরজিনার। স্থানীয়রা গুরুতর আহত গৃহবধূ আরজিনাসহ সকল আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আরজিনার ভর্তি রেজিঃ নং-৫০০৪/১১,নুর আলমের ভর্তি রেজিঃ নং- ৫০০১/৫,ইউছুব আলী ভর্তি রেজিঃ নং-৫০০৩/১০, নুরজাহানের ভর্তি রেজিঃ নং- ৫০০২/৯, তারিখ ৭ জুলাই।

আহতদের মধ্যে নুরজাহান বেগম ৫ মাসের অন্তঃস্বত্তা আরজিনার শারিরিক অবস্থা গুরুত্বর হওয়ায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ৮ জুলাই দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ৯ জুলাই ভোরে হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আর্জিনার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় এবং এতে গর্ভপাত ঘটে।গর্ভপাত ঘটার পর তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটেছে বলে হাসপাতাল সূত্র জানায়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *