ডিসেম্বর ২, ২০২০
১১:২৯ অপরাহ্ণ
কাল আদালতে দাখিল করা হবে চার্জশিট

কাল আদালতে দাখিল করা হবে চার্জশিট

খবর ডেক্সঃ- এমসি কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে স্বামীকে আটকে রেখে নববধূ স্ত্রীকে গণধর্ষণের মামলার আদালতে চার্জশিট প্রদান করবে পুলিশ। আলোচিত এই ঘটনাটির দুই মাস পাঁচ দিনের মাথায় আজ বৃহস্পতিবার এই চার্জশিট আদালতে দাখিল করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের।

এদিকে, চার্জশিট দাখিলের প্রসঙ্গে বিস্তারিত জানিয়ে আজ দুপুর ১২টায় এসএমপি’র পক্ষ থেকে প্রেস ব্রিফিংও করা হবে।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় এমসি কলেজ ছাত্রাবাসে ৬ ছাত্রলীগ ক্যাডার কর্তৃক গণধর্ষণের শিকার হন ওই তরুণী। এ ঘটনায় তরুণীর স্বামী বাদী হয়ে ৬ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে নগরীর শাহপরান থানায় মামলা করেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *