নভেম্বর ৫, ২০২০
৭:৫২ পূর্বাহ্ণ

কুলাউড়ায় ব্যাটমিন্টন খেলার কথা বলে কিশোরকে বলাৎকার!

খবর ডেক্সঃ- মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যাটমিন্টন খেলার কথা বলে একাধিক যুবক কর্তৃক ১৬ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগ ওঠেছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের এ ঘটনাটি ঘটে।

বলাৎকারের শিকার ওই কিশোরের পিতা বাদি হয়ে বুধবার ৭ জনের নামসহ অজ্ঞাত আরো ২/৩ জনের নামে কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, হাজীপুর ইউনিয়নের একটি গ্রামে গত সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় এক বাজার থেকে বলাৎকারের শিকার ওই কিশোরকে আতিক মিয়া (১৮) নামে এক যুবক পার্শ্ববর্তী একটি মাঠে ব্যাটমিন্টন খেলার কথা বলে নিয়ে যায়। সেখানে উপস্থিত আতিকের সহযোগী আনছার মিয়া, সামাদ মিয়া, মো. শফিক, সুমন মিয়া, পাপ্পু হোসেন ও আলাউদ্দিন মিলে ওই কিশোরকে জোরপূর্বক নির্জন অন্ধকারে নিয়ে বলাৎকার করে।

এ সময় ওই কিশোর চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতাল চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, কিশোরকে বলাৎকারের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *