নভেম্বর ১৮, ২০২০
১০:১২ অপরাহ্ণ

কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগ নেতাদের সাদা পাথর ভ্রমণ

খবর ডেস্কঃ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র ভ্রমণে আসেন।

বুধবার (১৮ নভেম্বর) এ উপলক্ষে কোম্পানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. শাহাব উদ্দিনের বাড়ীতে দুপুরে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতাদের সম্মানে এক প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রীতিভোজ শেষে নেতারা স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সাদা পাথর ভ্রমণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আলী আমজদ, সহ সভাপতি তারা মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলা উদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রশিক আহমদ, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক, এমদাদ রহমান, সাংগঠনিক সম্পাদক রওনক আহমদ, সহ সাস্থ্য বিষয়ক সম্পাদক আয়কর আইনজীবি হেলাল আহমদ, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, কৃষি সম্পাদক ইমরান জাকির, সহ কৃষি বিষয়ক সপাদক সাজ্জাদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য প্রভাষক বদরুল আলম, আব্দুর রকিব, মুজিবুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজিম উদ্দিন, আওয়ামীগ নেতা তাজ উদ্দিন তাজ, মীর আল মোমিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাব উদ্দিন, মোস্তফা আহমদ কাচা, জৈন উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *