খবর ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ত্রাণ বিতরণ বাস্তবায়ন কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শামিম আজাদের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার মোঃ আবুল খায়ের, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান, জয়নাল আবেদীন জনি, প্রবাসী উন্নয়ন পরিষদ সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক ওলিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ত্রাণ বিতরণ বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা মাহবুবুর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ মইন উদ্দিন মিলন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, কাজী আমির উদ্দিন, প্রবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল আলিম, সহ প্রচার সম্পাদক কফিল উদ্দিন কফিল, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, শরীফ উদ্দিন, বাস্তবায়ন কমিটির সদস্য ফয়সাল আহমদ, সাইদুল ইসলাম, তারিকুল ইসলাম, প্রবাসী উন্নয়ন পরিষদের সৌদি আরব শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান।
অনুষ্ঠান শেষে মোনাজাত করেন দলইরগাঁও মাদ্রাসার শিক্ষক মাওলানা রুহুল আমীন।