কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার টুকের বাজার বারকি শ্রমিক সমিতির অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কোছাক এর সভাপতি ফখরুল ইসলাম নোমান।
কোছাক এর সাধারণ সম্পাদক এহসান মাহবুব জুবায়ের এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি আব্দুলাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ নাঈম হাসান, উপজেলা সমবায় অফিসার মোঃ আজিজুল হক, কোছাক এর নির্বাচক বোর্ডের সদস্য সিরাজুল হক, ফয়সাল মাহমুদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, কোছাক এর কার্যবাহী কমিটির সদস্য মিশু দাস, ফাহিম আহমদ, রাসেল আহম, আমিনুল ইসলাম সহ কোছাক সহযোগী নেতৃবৃন্দ।
অতিথিরা কেক কেটে কোছাকের ১১ তম প্রতিষ্ঠা বার্ষীকি উদযাপন করেন। এবং শিশুদের দৌড়, মুরগলরাই, কবিতা আবৃতি, গজল, কেরাত, গান, মেয়েদের চেয়ার খেলা সহ বিভিন্ন প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।