চট্রগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে ডেফোডিল ফুড প্রডাক্টসের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ। ররিবার (১৭ অক্টোবর) কোতোয়ালীর স্টেশন রোডে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এই অভিযান অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, চসিকের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে ডেফোডিল ফুড প্রডাক্টসের বিরুদ্ধে মামলাসহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে চসিকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২১
৮:৩০ পূর্বাহ্ণ
