ডিসেম্বর ২৮, ২০২০
১০:১০ পূর্বাহ্ণ

কোন মানুষই গৃহহীন থাকবে না : পরিবেশ মন্ত্রী

খবর ডেক্সঃ- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশে কোনো মানুষই আর গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের সকল গৃহহীনদের জন্য গৃহের ব্যবস্থা করছে। মন্ত্রী অসহায়, ভূমিহীন ও গৃহহীনদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।
তিনি রোববার মৌলভীবাজারের বড়লেখায় মুজিববর্ষ উপলক্ষে কাবিটা কর্মসূচির আওতায় ভূমিহীন ও গৃহহীনদের দুর্যোগ সহনীয় পাকা গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিতব্য ৫০ টি পাকা ঘর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে এসব কথা বলেন ।

সরকারী গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *