স্টাফ রিপোর্টারঃ
কোম্পানিগঞ্জে অরাজনৈতিক সামাজিক সংগঠন বিসর্জন পরিবারের ধারাবাহিক ভাবে নবজাতকের আগমনে বৃক্ষ রোপণ কর্মসূচি পরিচালিত হয়।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের কোন বিকল্প নেই, তাই বিসর্জন পরিবারের স্লোগান।
গাছ লাগিয়ে, গাছ বাঁচিয়ে, গাছে সাজাই দেশ, তবেই হবে সবুজ সতেজ সোনার বাংলাদেশ।
বিসর্জন পরিবারের সভাপতি মোঃ জামাল উদ্দিন বলেন, গাছ আমাদের বাঁচার জন্য অক্সিজেন দেয়, ফলমূল এবং বাড়ির আশপাশ জিনিসপত্র তৈরিতে সাহায্য করে। বনজ ও ঔষধি গাছ লাগিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নিজেকে শামিল করেন এবং ধারাবাহিক কর্মসূচি সব সময় চলিত থাকবে, এর মধ্যে আমরা বেশ কয়েকটি এলাকায় বৃক্ষরোপণ করেছি,মাঝের গাও ৬ টি,ভাটরাই গ্রামে ৭ টি,বালুচর গ্রামে ৫ টি, সময়ের জন্য উপজেলার প্রায় বেশ কয়েকটি গ্রাম রয়ে গেছে। সেগুলো আগামিতে লাগিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব,এবং আমাদের কর্মসূচি ধারাবাহিক ভাবে চলতে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, শাহজাহান সাজু, দুলাল আহমেদ, হাফিজ আশরাফ, হাফিজ কাওছার, আখলু মিয়া, আমিন উদ্দিন হাবিবুর রহমান, নজরুল ইসলাম সহ প্রমুখ।