আজকের খবরঃ কোম্পানীগঞ্জ থানা পুলিশের আয়োজনে উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ আগষ্ট মঙ্গলবার বিকাল ৫ টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ইউনিয়নের জামেয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম বর্ণী মাদ্রাসা মাঠে ইউপি সদস্য আব্দুল খালিক এর সভাপতিত্বে বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল।
এ সময় ওসি কেএম নজরুল বলেন, চুরি ডাকাতি ছিনতাই ও মাদক রোধে পুলিশকে সহায়তা করুন। পুলিশ সর্বদাই আপনাদের পাশে আছে। তিনি সকলকে আশ্বস্ত করেন, নিরপরাধ কোন ব্যক্তিকে হয়রানি করা হবে না। এবং যারা ডাকাতির সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে পুর্নবাসনের জন্য সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।
সভায় বর্ণির সাধারণ জনগণ ওসি’কে আশ্বস্ত করেন, যদি কেউ ডাকাতির সাথে সম্পৃক্ত থাকে তাদেরকে নিজেরাই আটক করে পুলিশের কাছে সোপর্দ করবেন।
এ সময় উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করেন কোম্পানীগঞ্জ থানার ওসি। সবায় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার এস.আই অভিজিৎ দাস, এস.আই শামসুল আরেফিনসহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ।