সিলেটের কোম্পানীগঞ্জে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন লুসিকান্ত হাজং। তিনি উপজেলার সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের স্থলাভিষিক্ত হলেন।
সোমবার (৩ জানুয়ারী) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করেন।