কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে এসআই আবু সায়েম চৌধুরীর নেতৃত্বে উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকলেই পুটামারা গ্রামের বাসিন্দা। তারা হল মোঃ জাফর(৪০), হাজির আলী(৩৯), ইসমাইল আলী(৩২), মাসুক মিয়া(৩৮), মঈনুল আহমদ(৩৫), দুলা মিয়া(৩৬), আব্দুর রহমান(৫৬)।
এলাকাবাসীরা জানান, পুটামারা কোম্পানীগঞ্জের একটি দুর্গম জায়গা। এখানে সহজে কেউ আসতে পারেনা। আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এখানে আসতে গেলে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে। যার কারণে এই এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হয়ে থাকে। এরমধ্যে সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে জুয়া খেলা। তারা আরো মনে করেন এই এলাকার যুবসমাজকে জুয়ার মাধ্যমে ধ্বংস করা হচ্ছে।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বলেন আমরা মাদক, জুয়াসহ সবধরনের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি প্রতিনিয়তই। অপরাধের সাথে যেই জড়িত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে।