অক্টোবর ৩০, ২০২০
৬:৪০ অপরাহ্ণ

ভোলাগঞ্জে শ্রমিকের জীবিকা নির্বাহের দাবীতে মানববন্ধন

খবর ডেস্ক: সরকারি রয়েলিটি গ্রহণ পূর্বক কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ ধলাই নদীর পাথর কোয়ারী হতে পুণরায় বালুপাথর উত্তোলনের দাবীতে মানববন্ধন করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা পানি নিষ্কাশন বালু পাথর উত্তোলন ও বহণকারী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অন্যান্য শাখা সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (৩০ অক্টোবর) কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে ধলাই নদীর পারে শত শত নারী-পুরুষ শ্রমিক এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৪০ হাজার শ্রমিক ভোলাগঞ্জ ধলাই নদীর পাথর কোয়ারী হতে ম্যানুয়াল পদ্ধতিতে বালুপাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে
আসছে। একটি অনাকাঙ্খিত ঘটনায় শ্রমিক মৃত্যুবরণ করায় প্রশাসন বালুপাথর উত্তোলন বন্ধ করার ফলে কোম্পানীগঞ্জের বালুপাথর উত্তোলনকারী শ্রমিকদের
প্রায় দুই লক্ষ পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। একটি দুর্ঘটনার জন্য লক্ষাধিক মানুষের জীবিকা বন্ধ হওয়াও কোন মতেই কাম্য নয়।

পাথর শ্রমিকরা সরকারী রয়েলিটি গ্রহণ পূর্বক ভোলাগঞ্জ ধলাই নদীর পাথর কোয়ারী হতে পুনরায় বালুপাথর উত্তোলনে গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জের সংসদ
সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদসহ উর্ধ্বতন সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেছেন।

সংগঠনের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সহ সভাপতি আব্দুল মালিক, সহ সাধারণ সম্পাদক ফয়সল আহমদ বাদশা, সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, অর্থ সম্পাদক ফারুক আহমদ, তথ্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, সদস্য বাবুল মিয়া, গিয়াস উদ্দিন, সুজন মিয়া, মুকুল মিয়া, নারী নেত্রী রোকেয়া বেগম, মনোয়ারা বেগম, নুরুন্নেছা, নুরজাহান, বিনতী রানী নাথ প্রমুখ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *