‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মসূচিতে সভাপতির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুসা নাসের চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার)।
উপজেলা পরিষদের সিএ ফাইজুর রহমানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফয়জুর রহমান মাস্টার, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার, উপজেলা আইসিটি কর্মকর্তা নাঈম হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি সুনীল চন্দ্র শীল ও মোঃ এমাদ উদ্দিন, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, সদস্য মাওলানা ছদরুদ্দিন, শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা নুর উদ্দিন।