নভেম্বর ১, ২০২০
১১:৩৩ পূর্বাহ্ণ

কোম্পানীগঞ্জে আল ইসলাহ ও তালামীযের পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে র‌্যালি

খবর ডেস্ক: পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর ) কোম্পানীগঞ্জ থানা সদরে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও সুন্নী ছাত্র কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলার যৌথ উদ্যোগে আয়োজিত র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যবে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি দুলাল আহমদ বলেন, রাসুল (সাঃ) প্রতি মহব্বত হচ্ছে মুমিনের ঈমান,ফ্রান্স সরকারের প্রকাশ্য মদদে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শণ বিশ্বের সকল মুমিনের কলিজায় আঘাত করেছে। এমতাবস্থায় কোন মুসলমান ঘরে বসে থাকতে পারেনা। রাসুল (সাঃ) এর বোদবীর প্রতিবাদে সামগ্রিক দিক থেকে ফ্রান্সকে বয়কট সহ তাদের সকল পন্য বর্জন করুন।

এ ‘মুবারক র‌্যালি’তে অংশগ্রহণের জন্য কোম্পানীগঞ্জ এর বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের আশিকে রাসুল (সাঃ) ও ছাত্র-জনতা জমায়েত হন। বাদ যুহর থেকে শুরু হওয়া র‌্যালিতে, প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙবেরঙের ফেস্টুন ও প্লেকার্ড র‌্যালিতে শোভাবর্ধন করে। আশিকে রাসূল ছাত্র-জনতার সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি।

সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আস্সালাম, … এ রকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি সদরের আকাশ বাতাস মুখরিত করে।

উক্ত র‌্যালীতে নেতৃত্ব দেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি দুলাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা আল ইসলাহ’র উপদেষ্টা মাওঃ লুৎফুর রহমান, থানা সদর হেমায়েতুল ইসলাম দাখিল মাদরাসার সভাপতি কালা মিয়া,থানা সদর জামে মসজিদের সেক্রেটারি আব্দুল আলী,
পশ্চিম জেলা তালামীযের সাধারণ সম্পাদক কবির আহমদ,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কুতুব আল ফরহাদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট পূর্ব জেলা অর্থ সম্পাদক লবিবুর রহমান লাভলু, সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড শাখার সভাপতি, এফ কে জুনেদ আহমদ
উপজেলা আল ইসলাহর সভাপতি মাওঃ মুখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মাওঃ মুস্তাক আহমদ, থানা সদর হেমায়েতুল ইসলম দাখিল মাদরাসার সুপার মাওঃ সাইদুল ইসলাম, সাংবাদিক আবিদুর রহমান, উপজেলা তালামীযের সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক শরীফ আহমদ, ক্বারী সোসাইটির সভাপতি মাওঃ আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক আমিন উদ্দিন, মাওঃ রহমতুল্লাহ, মাওঃ মুজিবুর রহমান, আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক হাঃ সুলতান আহমদ আল ইসলাহ নেতা মাওঃ তাজুল ইসলাম, মাওঃ বেলাল আহমদ, হাঃ মাহফুজ, হা:আব্দুল কাদির, আমরু মিয়া, জুয়েল আহমদ, নুরুল হক, আমিরুল ইসলাম, মো: রাসেল আহমদ, আবু সুফিয়ান (রুহেল), ইসলাম উদ্দিন, আঃ আহাদ, জাকির আহমদ, মাওঃ নুরুজ্জামান, হাঃ আলাল মিয়া, মাওঃ জুনাইদ আহমদ, মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ ফারুক আহমদ, আঃ গফুর, মাওঃ হোসাইন আহমদ প্রমুখ,

র‌্যালিটি থানা সদরের সড়ক প্রদক্ষিণ করে আবার থানা সদর মাদরাসার মাঠে এসে এক আলোচনা সভায় মিলিত হয়ে দোয়ার মাধ্যমে সমাপ্তি হয়।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *