সেপ্টেম্বর ৫, ২০২০
১০:৩৬ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে ইউএনও’র বাসভবনে আনসার মোতায়েন

আজকের খবর: দিনাজপুরে বাসভবনে ঢুকে ইউএনওর উপর হামলার ঘটনায় এবার নিরাপত্তা জোরদার করণে আনসার মোতায়েন করা হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র বাসভবনে।

শুক্রবার সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জেলার ইউএনওদের সার্বিক নিরাপত্তায় সরকার নির্দেশিত আনসার মোতায়েনের আওতায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবন ৪ জন আনসার মোতায়েন করেন।

জানা যায়, শুক্রবার বিকেল থেকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যের বাস ভবনের সামনে মোতায়েনকৃত ৪ জন আনসারা দায়িত্ব পালন করছেন।

এ ব্যাপারে কথা হলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও’র উপর নারকীয় হামলার পর সরকারি তরফে দেশের বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারদের ভবনের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হয়েছে। তারই আওতায় আমাদের বাস ভবনেও ৪ জন আনসার মোতায়েন করা হয়েছে। পরে আরো ৬ জন সহ মোট ১০ জন আনসার মোতায়ন করা হবে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *